
| শুক্রবার, ১৭ মার্চ ২০১৭ | প্রিন্ট
কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। শুক্রবার দুপুরে বস্তি পরিদর্শন শেষে পল্লীবন্ধু এরশাদ বিদ্যালয়ের মাঠে তিনি এসব কথা বলেন।
রাজধানীর কড়াইল বস্তির আগুন পরিকল্পিত কি না এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, পরিকল্পিতভাবে আগুন লাগানো যায় কি না তা আমার জানা নেই। এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না।
তিনি বলেন, বস্তিবাসীর বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণ দেওয়া হবে। এ সময় মেয়র আনিসুল বস্তিটি ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলাপ-আলোচনা করেন এবং তাদের সাহস যোগান।
প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে কড়াইল বস্তিতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সাড়ে ৫ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড়শ একর জায়গা নিয়ে তৈরি কড়াইল বস্তিটি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মালিকানাধীন।
১ বছরের মধ্যে কড়াইল বস্তিতে এটি তৃতীয় অগ্নিকাণ্ড। সর্বশেষ আগুনের ঘটনাটি ঘটে একই বছরের ডিসেম্বর মাসের ৪ তারিখ। এদিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় প্রায় ৫০০’র বেশি ঘর। গৃহহীন হন সহস্রাধিক মানুষ।
Posted ০৯:২৭ | শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain