| বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭ | প্রিন্ট
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ডলার প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে থানা পুলিশে দিয়েছ এলাকাবাসিরা। আটক আজিজার রহমান (২৭) উপজেলার নিচ কুলিহার গ্রামের হবির উদ্দিন প্রামানিকের ছেলে ও মাজেদুল ইসলাম (৩০) শুকটিবাদাল গ্রামের মৃত মকবুল ইসলামের ছেলে। বুধবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে নাপিতপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
কাঁশোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের চোকাকান্দল গ্রামের আবদুল গফুরের ছেলে জালাল উদ্দিনকে ডলার দেয়ার কথা বলে ২ লাখ টাকা হাতিয়ে নেয় আটককৃতরা। পরে ডলার না দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় প্রতারিত জালাল উদ্দিন নওগাঁর কীর্তিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমানের স্মরণাপন্ন হন।
চেয়ারম্যান সাইদুর রহমান আরো জানান, কীর্তিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের সদস্য আজিজার রহমান ও মাজেদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। থানার পরিদর্শক (ওসি) আনিছার রহমান জানান,আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Posted ১৫:৫৭ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin