
| বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭ | প্রিন্ট
নিজেদের শততম টেস্টের বৃত্তপূরণ করছে বাংলাদেশ। কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষ সিরিজের দ্বিতীয় টেস্টটি মাইলফলক হয়ে থাকছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। ইতিহাসের সাক্ষী হতে সবাই চাইবেন এই ম্যাচটা উপভোগ করতে। তবে ব্যস্ততার কারণে সেটি হয়তো পুরোপুরি সম্ভব নয়। প্রতিটা মুহূর্তে চোখ রাখতে না পারলেও ক্ষতি নেই। ম্যাচের উল্লেখযোগ্য সব মুহূর্ত এক নজরে মিলবে এখানেই…
** শ্রীলঙ্কার সংগ্রহ ৯ উইকেটে ৩০৭।
** চান্ডিমাল আউট!!! বাংলাদেশকে পুড়িয়ে অবশেষ ফিরলেন দিনেশ চান্ডিমাল। ৩০০ বল খেল ১৩৮ রান করে মেহেদী হাসানের বলে আউট তিনি। মিড উইকেটে চান্ডিমালের ক্যাচটি নিয়েছেন মোসাদ্দেক হোসেন। ১০ চার ও একটি ছয়ের মার আছে তাঁর ইনিংসে।
** ৩০০ রানের দিকে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা। এই মুহূর্তে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২৯৬। সুরাঙ্গা লাকমালকে সঙ্গে নিয়ে চান্ডিমাল নবম উইকেটে এখনো পর্যন্ত তুলেছেন ৪৬ রান। বাংলাদেশের বিপক্ষে নবম উইকেটে এটি রেকর্ড জুটি। চান্ডিমাল অপরাজিত ১৩০ রানে।
** শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২৬১।
** সেঞ্চুরি পূরণ করলেন দিনেশ চান্ডিমাল। কলম্বোর পি সারা মাঠে বাংলাদেশের বোলিংয়ের বিপক্ষে একাই লড়লেন চান্ডিমাল। তাইজুলের বল কভার ও পয়েন্টের মাঝামাঝি জায়গায় ঠেল দিয়েই তুলে নিলেন সেঞ্চুরি। এটি চান্ডিমালের অষ্টম টেস্ট শতক। ১০০ রানের ইনিংসটি খেলেছেন ২৪৪ বলে।
** শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২৫০।
** চান্ডিমাল এখনো চোখ রাঙিয়ে যাচ্ছেন। ৯০ রানে অপরাজিত তিনি।
** আউট!!! অবশেষে ভাঙা গেল হুমকি হয়ে ওঠা জুটি। সাকিব আল হাসানের বলে স্লিপে হেরাথের ক্যাচ নিলেন সৌম্য সরকার। ক্যাচটা একবারে হাতে জমেনি সৌম্যর। প্রায় ফেলে দিতে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত নিজেকে সামলে নিয়ে ইনিংসের তৃতীয় স্লিপ-ক্যাচটি নিলেন সৌম্য।
** শ্রীলঙ্কার সংগ্রহ এই মুহূর্তে ৭ উইকেটে ২৪৯। হেরাথ অপরাজিত ২৪ রানে।
** দিনেশ চান্ডিমাল ৯০ রানে অপরাজিত। ক্যারিয়ারে কখনোই নার্ভাস নাইন্টিজে আউট হননি তিনি। রঙ্গনা হেরাথের সঙ্গে ৫০ রানের জুটিও গড়েছেন তিনি।
** শ্রীলঙ্কাকে ৩০০ রানের নিচে অলআউট করে দেওয়ার লক্ষ্য নিয়ে দ্বিতীয় দিনে বোলিং শুরু করেছে বাংলাদেশ।
** বৃষ্টির কারণে একটু আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল প্রথম দিনের খেলা। সাকিব দিনের ৮৪তম ওভারে করতে পেরেছিলেন মাত্র ১ বল। আজ সকালে করলেন বাকি ৫ বল।
Posted ০৬:৫৯ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain