
| বুধবার, ১৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
ছনি চৌধুরী,(হবিগঞ্জ)নবীগঞ্জ ঃ নবীগঞ্জ উপজেলায় সাবানের প্যাকেটের ভিতরে শিশুদের খাদ্য দ্রব্য ডুকিয়ে অবাধে চলছে প্ররাতারণা । এইসব খেয়ে নানা ধরণের জটিল রোগে আক্রান্ত হচ্ছে ছোট ছোট শিশুরা। সরেজমিনে দেখা যায়,নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের বিয়ানীবাজারের শাপলা কস্মেটিক্স লিমিটেড কোম্পানির শাপলা নিম বল সাবানের প্যাকটে পচা-বাসি শিশুদের খাদ্য-দ্রব্য ডুকিয়ে প্রতিনিয়ত একটি চক্র প্রতারণা করে আসছে । বিয়ানীবাজার সংগলœ লোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার আগে বা টিফিনের সময় প্রতিদিন এইসব কিনে খাচ্ছে এতে করে পচা-বাসি খাদ্য খেয়ে নানা ধরণের সমস্যা দেখা দিচ্ছে এইসব শিশুদের মাঝে ।
বুধবার সকালে লোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থীকে শাপলা নিম বল সাবানের প্যাকটের ভিতর থেকে খাদ্যদ্রব্য বের করে খেতে দেখে চমকে যান প্রতিবেদক সহ সচেতন সমাজের কিছু লোকজন। পরে একজন বিক্রেতা জানান, আমরা মূর্খ সুর্খ মানুষ সব কিছু চিনিনা জানিনা গোপলা বাজার থাকি আইয়া কোম্পানির লোকেরা এইসব দিয়া যায় । এইসব অসাধু কোম্পানির কু- চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ।
Posted ০৯:০৭ | বুধবার, ১৫ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin