
| বুধবার, ১৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতানে গলার বাইরে হৃদপিণ্ড নিয়ে জন্মগ্রহণ করেছে এক নবজাতক। খবর জিও নিউজের।
শিশুটি মঙ্গলবার মুলতানে জন্মগ্রহণ করে। কিন্তু পরে তাকে লাহোর শিশু হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিৎসকরা জানান, নবজাতকটির হৃদপিণ্ড সঠিকভাবে কাজ করছে। তার শরীরের অভ্যন্তরে হৃদপিণ্ডটি প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করাতে হবে। আজ নবজাতকের অস্ত্রোপচার করা হবে। যদি অস্ত্রোপচার সফল হয় তাহলে নবজাতকটি বেঁচে যাবে।
শিশুটির বাবা একজন ট্যাক্সিচালক। ব্যয়বহুল এই অস্ত্রোপচারের জন্য তার আর্থিক সামর্থ্য নেই।
এই দুর্লভ শারীরিক ত্রুটিকে চিকিৎসকদের ভাষায় ‘অ্যাকটোপিয়া কর্ডিস’ বলে। এর ফলে হৃদপিণ্ডের অবস্থান আংশিক বা পুরোপুরি পাঁজরের বাইরে থাকে। প্রতি ৫.৫-৭.৯ মিলিয়ন শিশুর মধ্যে একজন নবজাতকের ক্ষেত্রে এমনটি ঘটতে পারে।
Posted ০৯:৩৬ | বুধবার, ১৫ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain