| বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ২৬ ডিসেম্বর: বিএনপির সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল ও সংসদ সদস্য শাম্মী আক্তারের রিমান্ড ও জামিন দুটি আবেদনই নাকচ করেছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেনের আদালতে সরদার সাখাওয়াত হোসেন বকুলের রিমান্ড ও জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেন রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে প্রয়োজনে ৮ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
একই আদালতে সংসদ সদস্য শাম্মী আক্তারকে বনানী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
আদালত শাম্মী আক্তারের রিমান্ড ও জামিন দুটি আবেদনই নামঞ্জুর করে প্রয়োজনে ৫ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে গোয়েন্দা পুলিশের হাতে আটক হন নরসিংদী-৪ আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল। রাত সাড়ে ৮টার দিকে আটক করা হয় শাম্মী আক্তারকে।
Posted ২২:৩৬ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin