
| মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭ | প্রিন্ট
জঙ্গিবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ‘যৌথ ঘোষণা’ স্বাক্ষরিত হয়েছে। এতে ১৪ দেশের পুলিশপ্রধান ও তাদের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন।
১৪ দেশের পুলিশপ্রধানদের সম্মেলনের শেষ দিন মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আইজিপি জানান, সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পুলিশ প্রধান, ঊর্ধ্বতন পুলিশ প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে ঐকমত্য পোষণ করেছেন।
যৌথ ঘোষণায় দক্ষিণ্ এশীয় অঞ্চল এবং বিশ্বব্যাপী অপরাধের ধরণ চিহ্নিতকরণ, আন্তঃদেশীয় অপরাধ দমনে একটি কৌশল উদ্ভাবন, ইন্টারপোল সদস্য দেশসমূহের মধ্যে এনসিবির মাধ্যমে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, প্রধান পুলিশদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য একটি প্লাটফর্ম গঠন ইত্যাদি গুরুত্ব পেয়েছে।
সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশে আইএস বা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই। যারা আছে তারা দেশীয় জঙ্গি সংগঠনের সদস্য। তবে আমাদের সতর্ক থাকতে হবে যেন আন্তর্জাতিক কোনো সংগঠন ‘লোকাল’ জঙ্গিদের প্রভাবিত না করতে পারে।’
রবিবার শুরু হওয়া তিন দিনের এই সম্মেলনের আজ ছিল শেষ দিন। সম্মেলনে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভিয়েতনামের পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। ইন্টারপোল ও বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য-রিজিওনাল কো-অপারেশন ইন কার্বিং ভায়োলেন্ট অ্যাক্সট্রিমিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম (উগ্র চরমপন্থা ও বহুজাতিক অপরাধ দমনে আঞ্চলিক সহযোগিতা)।
Posted ০৮:৩৮ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain