
| মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭ | প্রিন্ট
কোনো অবৈধ আইন, কালা কানুন মানুষকে দাবিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। প্রস্তাবিত নতুন আইনের পদে পদে কনফ্লিক্ট সৃষ্টি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছর পর নতুন করে কী সমস্যা দেখা দিল যে জন্মগত আইনের পরিবর্তন করতে হবে। এই আইনের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। অবৈধ আইনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে কখনো কুক্ষিগত করে রাখা যায়নি এবং যাবেও না।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, এই আইনের মাধ্যমে পিতামহ, প্রো-পিতামহ চাইলে নাগরিকত্ব লাভ করতে পারবে। এ ধারা স্পষ্ট বুঝা যায় আমাদের প্রতিবেশীদের বিশেষ সুবিধার্থে এই আইন করা হচ্ছে। এটা জনগণ মেনে নেবে না।
ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, এত চুক্তি করছেন কিন্তু তিস্তা চুক্তি সফল করতে পারছেন না কেন? গোপনে নয়, সব চুক্তি জনগণকে জানাতে হবে।
বিএনপির এই নেতা বলেন, আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে আওয়ামী লীগ জিততে পারবে না। আর সেজন্য তারা সরকারে থেকে নির্বাচন করতে উঠেপড়ে লেগেছে।
ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুকোমল বড়ুয়া ও হাবীবুর রহমান হাবীব, ব্যারিস্টার সারোয়ার কামাল ও শ্রমিকনেতা শাহ মোহাম্মদ আবু জাফর প্রমুখ।
Posted ০৮:২৭ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain