
| মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭ | প্রিন্ট
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশে কোনো বিদেশি জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই। বাইরে থেকে যে আইএসের কথা বলা হচ্ছে তার কোনো অস্তিত্ব খুঁজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। তবে সবাইকে সতর্ক থাকতে হবে যাতে বিদেশি কোনো জঙ্গি সংগঠন বা আইএস দেশীয় জঙ্গি সংগঠনকে প্রভাবিত করতে না পারে।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে চিফ অব পুলিশ কনফারেন্সের শেষদিনের সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনদিন ব্যাপী এ সম্মেলন গত ১২ মার্চ শুরু হয়। বাংলাদেশের পুলিশের আয়োজনে এটিই প্রথম সম্মেলন।
Posted ০৮:২৩ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain