
| মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭ | প্রিন্ট
রাজধানীর কলাবাগান থানার পান্থপথ এলাকায় বিশেষ ‘ব্লক রেড’ চালিয়েছে পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই গোপন সংবাদের ভিত্তিতে এলাকার বিভিন্ন বাসায় অভিযান চালায় পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১টা থেকে রাত দেড়টা পর্যন্ত চলে এ অভিযান। তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি।
কলাবাগান থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক ইমরুল শাহেদ বলেন, ‘সিডিউল অনুযায়ী আজকে পান্থপথ মোড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সোমবার রাত সাড়ে ১১টা থেকে অভিযান শুরু হয়ে চলে রাত দেড়টা পর্যন্ত। অভিযানের সময় সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর ডিএমপি’র আট বিভাগে নিয়মিত ব্লক রেড শুরু করে পুলিশ। এসময় রাজধানীর কল্যাণপুর, আজিমপুর, মোহাম্মদপুর, দক্ষিণখান বাড্ডা ও মিরপুরে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এসব আস্তানা থেকে জঙ্গি গ্রেফতার হয়েছে, কয়েকটি আভিযানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হতাহত এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়।
Posted ০৭:১১ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain