
| মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭ | প্রিন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে ভারত সফরের পরপরই দ্বিপক্ষীয় সফরে ভুটান যাবেন। সেখানে অটিজম বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে আগামী ৭ এপ্রিল ভারত যাবেন। সফর শেষে আগামী ১০ এপ্রিল দেশে ফিরবেন তিনি।
এদিকে আগামী ১৯ থেকে ২১ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হবে অটিজম বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন। এতে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। মূলত ওই সম্মেলনে যোগ দিতেই ভুটান যাবেন শেখ হাসিনা।
Posted ০৬:৫৫ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain