
| সোমবার, ১৩ মার্চ ২০১৭ | প্রিন্ট
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করতে সাতদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার দুপুরে নয়াপল্টনে এক যৌথসভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, বর্ণাঢ্য র্যালি ও রচনা প্রতিযোগিতা।
এছাড়া মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেগম খালেদা জিয়া।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৬ মার্চ সকাল ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকাসহ জাতীয় পতাকা উত্তোলন। ভোরে বেগম খালেদা জিয়া দলের সিনিয়র নেতাকর্মীসহ সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে ফিরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন খালেদা জিয়া।
২৬ মার্চ বিকাল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি বের করা হবে। ঢাকার বাইরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সুবিধাজনকভাবে র্যালি করবে।
২৬ মার্চ সন্ধ্যায় জাসাসের উদ্যোগে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা এবং দলীয় কার্যালয়সহ সারা দেশে মিলাদ মাহফিল করা হবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে ‘২৬ মার্চ ও শহীদ জিয়াউর রহমানের উপর ভিডিও চিত্রপ্রদর্শনী’ করবে স্বেচ্ছাসেবক দল।
২৭ মার্চ চিত্র-প্রদর্শনী করবে যুবদল, চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করবে ছাত্রদল, আলোচনা সভা করবে মহিলা দল এবং ২৭ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধা দল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি এবং অঙ্গ সংগঠন পোস্টার প্রকাশ করবে।
অন্যান্য দিনের কর্মসূচি পর্যায়ক্রমে জানানো হবে বলেও জানিয়েছেন রিজভী।
Posted ০৯:৪৩ | সোমবার, ১৩ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain