| রবিবার, ১২ মার্চ ২০১৭ | প্রিন্ট
এম এস ইসলাম আরজু কিছু দিনের মাধ্যেই চলচিএের বড় পর্দায় মুখ দেখা যাবে বর্তমান সময়ের সকলের পরিচিত মিস্টি মুখ ও দক্ষ টিভি অভিনেএী সাকিলা আক্তার। এ পর্যন্ত সাকিলার অভিনিত অনেক গুলো নাটক দর্শকদের মন ছুয়েঁছে।টিভি চ্যানেলের আঙ্গিনা পেড়িয়ে সাকিলার এই প্রথম চলচিএ অঙ্গনে প্রবেশ। তার অভিনিত উল্লেখযোগ্য নাটক গুলোর মধ্যে হলো- বারান্দায় রোদ্র, দহন,বাবুই পাখির বাসা,একদিন ছুটি হবে,রানী রাজ্য,আমার কিছু মেঘ আছে,ভিলেজ ইঞ্জিনিয়ার,। দর্পন মুভির ব্যানারে আব্দুল্লা আল মামুনের পরিচালনায় “চুরি চুরি মন চুরি” ছবিটির নায়িকার চরিএে দেখা যাবে সাকিলাকে।ছবিটির প্রযোজনায় রয়েছেন মাসুদ করিম । সাকিলার সাথে নায়ক চরিএের ভূমিকায় রয়েছেন শিশির। ছবিটির ব্যাপারে সাকিলার সাথে কথা বলে যানা যায় ছবিটির নির্মাণ প্রায় শেষের দিকে। আগামি কয়েক মাসের মধ্যে ছবিটি মুক্তি পাবে ।ছবিটির গল্প কাহিনী বর্তমান পরিস্হিতিকে ঘিরেই আর লোকেশন চিএ ধারনটাও আমাদের দেশের সৌন্দয্য বর্ধন স্হানগুলোকে ঘিরে।
সাকিলা আরো বলেন আমি আশাবাদি চুরি চুরি মন চুরি ছবিটি সকল শ্রেনির দর্শক শ্রোতাদের মনে বাংলা ছবি দেখার প্রতি উৎসাহ যোগাবে এবং ছবির কাহিনীটি ও ভাল লাগবে।বর্তমান প্রেক্ষাপট নিয়েই ছবির কাহিনীটি সাজানো হয়েছে। সকল শ্রেনির দর্শক ছবিটি দেখে আনন্দ উপভোগ করবে বলে আমার বিশ্বাস।
Posted ১২:৩৯ | রবিবার, ১২ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain