
| রবিবার, ১২ মার্চ ২০১৭ | প্রিন্ট
১৪ দেশের পুলিশপ্রধানদের সম্মেলন আজ রবিবার ঢাকায় শুরু হচ্ছে।
জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ আন্তঃদেশীয় অপরাধ দমনের লক্ষ্যে রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হচ্ছে তিন দিনের এই সম্মেলন।
সম্মেলন শেষে মঙ্গলবার জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধের কর্মপন্থা নির্ধারণ করে ‘যৌথ ঘোষণা’ স্বাক্ষরিত হবে।
কনফারেন্সে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
ইন্টারপোল এবং পুলিশের যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হবে।
পুলিশ হেডকোয়ার্টার্সে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এই সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানান।
কনফারেন্সে ১৪ দেশের প্রতিনিধি ছাড়াও ইন্টারপোল, ফেসবুক ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই), যুক্তরাষ্ট্রের আইজিসিআই, আসিয়ানপোল ইত্যাদি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ মোট ৫৮জন বিদেশি অংশগ্রহণ করবেন।
কনফারেন্সে জঙ্গি দমন, মানবপাচার, অর্থনৈতিক অপরাধ, সন্ত্রাসী অর্থায়ন, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সাইবার অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
Posted ০৯:২২ | রবিবার, ১২ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain