
| শনিবার, ১১ মার্চ ২০১৭ | প্রিন্ট
ভারতের উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের বিধানসভার ভোটে অভূতপূর্ব জয় পেতে চলেছে ক্ষমতাসীন বিজেপি। উত্তরপ্রদেশে ৪০৩ আসনের মধ্যে ৩০৬ আসনে ও উত্তরাখণ্ডে ৭০ আসনের মধ্যে ৪৩ আসনে এগিয়ে মোদির দল
বেনজির ঝড় তুলে উত্তরপ্রদেশ দখলে নেয় মোদির দল বিজেপি। আগেও বিজেপি ক্ষমতায় এসেছে ভারতের সবচেয়ে জনবহুল এ রাজ্যে। ৪০৩ আসনের উত্তরপ্রদেশে বিজেপি এগিয়ে রয়েছে ৩০৬ আসনে। এর মধ্যে ২৪টিতে এরই মধ্যে জয় নিশ্চিত করেছেন। বেশ কয়েক রাউন্ড গণনার শেষেও সমাজবাদী পার্টি-কংগ্রেস জোট তিন অংকের সংখ্যা ছুঁতে পারেনি। মায়াবতীর দল ২২টি আসনের আশেপাশে ঘোরাফেরা করছে।
উত্তরপ্রদেশের সবগুলো বুথফেরত সমীক্ষাই আভাস দিয়েছিল, এই রাজ্যে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি। কিন্তু বিজেপি একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছে যাবে, এমন আভাস একটি মাত্র সমীক্ষক সংস্থা দিয়েছিল। অধিকাংশ সমীক্ষা, অধিকাংশ বিশ্লেষণই বলেছিল, ত্রিশঙ্কু হতে চলেছে বিধানসভা। কিন্তু সকলকে চমকে দিয়ে উত্তরপ্রদেশে অবিশ্বাস্য গরিষ্ঠতার পথে বিজেপি।
উত্তরপ্রদেশে সবচেয়ে বড় ধাক্কা খেতে চলেছেন মায়াবতী। একাধিক বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর গদিতে বসা মায়াবতীর দল বিএসপি এ বার খুব খারাপ ফল করলেও ১০০-র কাছাকাছি আসন পাবে বলে সমীক্ষায় আভাস ছিল। কিন্তু ফলাফলের প্রাথমিক গতিপ্রকৃতি বলছে, ৩০ টপকানো কঠিন হবে বিএসপির পক্ষে।
বিশ্লেষকদের অনেকের ধারণা ছিল, নোট বাতিল কাণ্ডের কারণেও প্রধানমন্ত্রী মোদির দল এ নির্বাচনে খারাপ ফল করতে পারে।
কেবল উত্তর প্রদেশই নয়, পাশের উত্তরাখণ্ড রাজ্যেও বিরাট জয়ের পথে আছে মোদির দল। অপরদিকে ৭০ আসনের উত্তরাখণ্ডে বিজেপি এগিয়ে রয়েছে ৪৩ আসনে। এর মধ্যে ১২টি আসনে জয় নিশ্চিত করেছে দলটি। অপরদিকে কংগ্রেস এগিয়ে মাত্র ১০ আসনে। অন্যান্য দলের দখলে রয়েছে পাঁচটি আসন।
Posted ০৭:৩৯ | শনিবার, ১১ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain