
| শুক্রবার, ১০ মার্চ ২০১৭ | প্রিন্ট
বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, নিবন্ধন নয়, জনগণের দাবিই মুখ্য। নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে জনগণের দাবিকে উপেক্ষা করে বিএনপিকে নির্বাচনে নেয়া যাবে না।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সহায়ক সরকারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোনো ধরনের অপচেষ্টা-অপকৌশল করে সরকার বিএনপিকে ঠেকাতে পারবে না। নির্বাচনে অংশগ্রহণের যে প্রস্তুতি ও সক্ষমতা প্রয়োজন তা বিএনপির আছে।
নোমান বলেন, তবে সরকার যদি অপচেষ্টা করে বিএনপিকে জোর করে নির্বাচনে আনতে চায়, সেক্ষেত্র দল তার নিজস্ব কৌশল ব্যবহার করবে। তখন দল সিদ্ধান্ত নেবে নির্বাচনে আসবে কি আসবে না।
তিনি আরো বলেন, বিএনপির রেজিস্ট্রেশন বাতিল হলো কি হলো না তা মুখ্য বিষয় নয়। বিএনপির দাবি জনগণের দাবি। জনগণের ভোটাধিকার আদায়ে বিএনপি কাজ করে যাবে। জনগণই ঠিক করবে তারা আগামী নির্বাচনে কাকে চায়।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নোমান বলেন, ভারত সফরে কী চুক্তি হবে তা স্পষ্ট নয়। জাতি জানতে চায় এ সফর দেশের কী সুফল বয়ে আনবে? চুক্তি বিষয় সংসদ সদস্যরাও জানেন না। এমন কোনো চুক্তি করবেন না যেখানে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে।
Posted ০৯:৪৩ | শুক্রবার, ১০ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain