
| শুক্রবার, ১০ মার্চ ২০১৭ | প্রিন্ট
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘কম-বেশি সবাই দুর্নীতি করে, কিন্তু শিক্ষকদের তাতে মানায় না। কিছু শিক্ষকের দুর্নীতিতে সম্মানহানি হচ্ছে। তাদের কারণে গোটা শিক্ষক সমাজের অপমান সয্যকরা হবে না।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত দুর্নীতি বিরোধী মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। এদিন দেশের মোট ২২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্সে রয়েছে। যদি কোনো শিক্ষকের দুর্নীতির প্রমাণ মন্ত্রণালয় পায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সম্প্রতি শিক্ষকদের দুর্নীতি প্রতিরোধে একটি ‘শিক্ষা আইন’ তৈরি করা হয়েছে। সংসদের পরবর্তী অধিবেশনে যা পাস হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
ঢাকা জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ করতে হবে, কোনোভাবেই দুর্নীতিকে উৎসাহিত করা হবে না। ভবিষ্যতেও দুদকের এ ধরনের কার্যক্রম চলমান রাখতে হবে।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ, দুদক কমিশনার ড. নাসির উদ্দিন, এ এফএম আমিনুল ইসলাম, দুদক সচিব আবু মো. মোস্তফা, মহাপরিচালক মুনির চৌধুরী প্রমুখ। এছাড়া মানববন্ধনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Posted ০৯:৩৭ | শুক্রবার, ১০ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain