
| শুক্রবার, ১০ মার্চ ২০১৭ | প্রিন্ট
ভারত বাংলাদেশ সরকারকে প্রতিরক্ষা চুক্তির জন্য চাপ দিচ্ছে দাবি করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিবেশী দেশটি বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় ‘মেড ইন ইন্ডিয়া’ ছাপ মারতে চাইছে। এই চুক্তির জন্য ভারতের আকাঙ্ক্ষা বাংলাদেশের নিরাপত্তাপরিপন্থি ও নিয়মবহির্ভূত বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী এই অভিযোগ করেন। তিনি বলেন, ভারত সামরিক চুক্তি চাইছে, কিন্তু বাংলাদেশ সরকার কী ভূমিকা রাখবে এটিও খুব স্পষ্ট নয়। এ ধরনের রাষ্ট্রবিরোধী প্রতিরক্ষা চুক্তি হলে জনগণ তা সব শক্তি দিয়ে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
চীনা গণমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ এর বরাত দিয়ে বাংলাদেশে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, যাতে বলা হচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে চুক্তি করতে চায়। তবে বাংলাদেশ চুক্তিতে না গিয়ে সমঝোতার বিষয়ে আগ্রহী।
রিজভী বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় ‘মেড ইন ইন্ডিয়া’ ছাপ মারতেই এই চুক্তির জন্য ভারত চাপ প্রয়োগ করছে বলে জনমনে ব্যাপক সন্দেহ দানা বেঁধেছে। তিনি বলেন, ‘এ ধরনের চুক্তি হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। শ্রীলঙ্কাও এ ধরনের চুক্তি করেছিল, যার পরিণতি হয়েছে ভয়ানক।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারতের এই প্রস্তাব বাংলাদেশের নাগরিকদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন তো নয়ই বরং গোটা জাতিকে গভীর হতাশা ও দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। যেখানে বাংলাদেশ-ভারত সীমান্ত পৃথিবীর সবচেয়ে রক্তরঞ্জিত সীমান্ত, সেখানে ভারত বাংলাদেশের স্বার্থে প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করবে এটা মোটেও বিশ্বাসযোগ্য নয়।’
Posted ০৮:৩২ | শুক্রবার, ১০ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain