
| বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭ | প্রিন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব ব্যাংকের পরামর্শে একের পর এক পাটকল বন্ধ করেছিল বিএনপি।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে পাটজাত পণ্য মেলার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পাটের উৎপাদন ও পাটকে প্রক্রিয়াজাত পাট চাষিদের কাছে আরো সহজ করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য গবেষণা করা হচ্ছে এবং এ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার।
শেখ হাসিনা বলেন, যেহেতু পাটের মেধাস্বত্ব আমরা পেয়েছি। সেহেতু পাটের বহুমূখি ব্যবহারের জন্য গবেষণার সুযোগ রয়েছে। পাটের সোনালি দিন আবার ফিরে এসেছে। পাটের কোনো কিছুই ফেলা যায় না। যে পলিথিন নিয়ে এত চিৎকার, এখন পাটের পলিথিন আবিষ্কার হয়েছে যা মাটির সঙ্গে মিশে যাবে। শুধু সুতা, ব্যাগ, বস্তা নয়, পাটের বহুমুখি ব্যবহার বেড়েছে। পাট থেকে পোশাক তৈরিও হচ্ছে। পাট এক দিকে কৃষি পণ্য অন্যদিকে পরিবেশবান্ধব।
Posted ০৬:৪৪ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain