
| বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭ | প্রিন্ট
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক ধানমন্ডি থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বুধবার দিবাগত রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারি প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গিয়াস উদ্দিন মানিক বলেন, বুধবার বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত আলোচনা সভায় ধানমন্ডি থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শৃঙ্খলা ভঙ্গকারীদের স্থান ছাত্রদলে হবে না বলেও জানান তিনি।
Posted ০৬:০৪ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain