
| বুধবার, ০৮ মার্চ ২০১৭ | প্রিন্ট
আওয়ামী লীগের মুখপাত্র এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পেট্রোল বোমা হামলায় হুকুমের আসামি করে কুমিল্লার আদালতে বেগম খালেদা জিয়ার নামে একটি চার্জশিট দেওয়া হয়েছে৷ এতে বিএনপির নেতা সংবাদ সম্মেলন করে ক্ষেপে গিয়েছেন৷ আমি মনে করি রাজধানীসহ সারাদেশের পেট্রোল বোমা নিক্ষেপ করার জন্য তাকে হুকুমের আসামি করা উচিৎ৷
বুধবার জাতীয় প্রসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যেগে আয়োজিত “জঙ্গিবাদের মদদদাতা স্বাধীনতা বিরোধী চক্র, বিএনপি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি” শীর্ষক এক মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন৷
সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন বংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি এ্যাডভোকেট মোল্লা আবু কাওসার, আওয়ামী লীগ নেতা এম এ করিম, মিনহাজ উদ্দিন মিন্টুসহ সংগঠনের অন্যান্য নেতারা৷
তিনি বলেন, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার থেকে শুরু করে যে সকল মা বোন সারাদেশে বিএনপির পেট্রোল বোমার সহিংসতার শিকার হয়েছেন পৃথিবীর আর কোথাও এমন ঘটনা ঘটেনি৷এ কারণে আজকে বিশ্ব নারী দিবসে খালেদা জিয়া এবং তার পেটুয়া বাহিনী বিএনপির বিচার হওয়া উচিৎ৷ নয়তো, নারীদের প্রতি সন্মান দেখানো হবেনা৷ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ড. হাছান সকল নারীর প্রতি অভিনন্দন এবং সন্মান জানান৷
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই নারীরা আজ রাষ্ট্রীয় ক্ষমতায়নে অধিষ্ঠিত হতে পেরেছে৷ তার হাত ধরেই নারীরা সংসদ সদস্য, উচ্চ আদালতের বিচারক এবং জেলা প্রশাসক হয়েছে৷ তিনি বলেন, আমি এজন্য প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই৷
Posted ০৮:১৫ | বুধবার, ০৮ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain