| মঙ্গলবার, ০৭ মার্চ ২০১৭ | প্রিন্ট
ছনি চৌধুরী,(হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে ২ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্য এস আই ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের আব্দুল মতলিবের ছেলে খালিছ মিয়া (৩৫) ও শৈলারামপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে রফিকুল ইসলাম (২২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ২ ডাকাত গত ১১/০১/২০১৭ইং তারিখে উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামের শাহ মোঃ আশরাফ আলীর বাড়ীতে ডাকাতিসহ উপজেলার কয়েকটি স্থানে রোড ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান জানান, ২ শীর্ষ ডাকাতকে গ্রেফতার করেছি। তাদের স্বীকারোক্তি মোতাবেক আরো বিভিন্ন ডাকাত সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশেল অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১৩:৫০ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin