| বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ২৬ ডিসেম্বর : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ এবং ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
দুই দিনের রিমান্ড শেষে দুপুরে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এসময় আ স ম হান্নান শাহ ও সাদেক হোসেন খোকার জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন না মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর রিমান্ড আবেদনের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান দুই নেতার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া, মতিঝিল থানার অপর দু’টি মামলায় হান্নান শাহকে ১০ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারক।
এর আগে মতিঝিল থানায় দায়ের করা তিনটি মামলায় হান্নান শাহকে ২৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ। একটি মামলায় সাদেক হোসেন খোকাকে সাত দিনের রিমান্ডে নেয়ারও আবেদন করে পুলিশ।
গত ২৫ নভেম্বর রাত ৯ টার দিকে জাপান দূতাবাসের সামনে থেকে হান্নান শাহকে আটক করে সাদা পোশাকধারী পুলিশ এবং ৪ ডিসেম্বর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় সাদেক হোসেন খোকাকে।
Posted ২০:২৬ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin