
| রবিবার, ০৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধী, বিতর্কিত, যুদ্ধাপরাধী কোনো ব্যক্তিকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতারা স্বাধীনতাবিরোধীদের ভালো করে চেনেন। তারাই নির্ধারণ করবেন কারা স্বাধীনতাবিরোধী।
Posted ০৮:১৩ | রবিবার, ০৫ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain