
| রবিবার, ০৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
রাজধানীতে দুঃসহ যানজটের জন্য যেসব কারণকে দায়ী করা হয় এর অন্যতম অবৈধ পার্কিং ও ফিটনেসবিহীন গাড়ি। এই প্রবণতার বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে যেতে চলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রবিবার সকাল থেকেই এই অভিযানে নামতে যাচ্ছে সংস্থাটি।
রাজধানীর যানজট নিরসনে কিছুদিন আগে রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এতে এই এলাকায় পথচারীদের যাতায়াত অনেকটাই নির্বিঘ্ন হয়েছে। সিটি করপোরেশন বলছে, সড়কের পুরোটা অংশ সব সময় যান চলাচলের জন্য উন্মুক্ত থাকলে নগরবাসী উপকার পাবে।
অবৈধ পার্কিং বরাবর রাজধানীর যাতায়াতের জন্য একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত। সড়কের ধারে আবাসিক বা বাণিজ্যিক ভবনের নিচতলায় বা আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের জন্য জায়গা রাখার বাধ্যবাধকতা রয়েছে। তবে এই নিয়ম প্রায় ক্ষেত্রেই অগ্রাহ্য করছেন ভবন মালিকরা। আর গাড়ি রাখা হচ্ছে সড়কের ধারে। কখনো কখনো দীর্ঘ সময়ের জন্য।
অলিগলির পাশাপাশি মূল সড়কেও অবৈধ পার্কিং দেখা যায় প্রায় সময়। নানা সময় স্বল্প পরিসরে বা কোনো কোনো এলাকায় অভিযান চালিয়ে সুফল মেলেনি। এই দিকটি মাথায় রেখেই এবারের অভিযান চালানো হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
ডিসিসি দক্ষিণের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ দেবাশীষ নাগ বলেন, ‘রাজধানীর যানজটের অন্যতম কারণ অবৈধ গাড়ি পার্কিং। রবিবার থেকে অবৈধ গাড়ি পার্কিং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া ২০ বছরের বেশি পুরোনো, ফিটনেসহীন যানবাহনের বিরুদ্ধেও অভিযান পরিচালনা হবে আজ থেকে।’
এই অভিযানের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে তা জানি। আমরা তাদেরকে সব রকম সহযোগিতা করব।’
গত ১৫ ফেব্রুয়ারি নগর ভবনে এক সংবাদ সম্মেলনে ‘ফিটনেসবিহীন’ যানবাহনের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়েছিলেন মেয়র সাঈদ খোকন। ওই দিন তিনি বলেছিলেন, ঢাকা শহরের বিভিন্ন সড়কে ভাঙাচোরা ও ব্যবহারের অনুপযোগী গণপরিবহনে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন যাত্রীরা। তাই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। শতভাগ সফল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
এ ব্যাপারে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী জানান, ডিএসসিসির সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে টানা ১৫ দিন নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হবে। এরপর অভিযানের প্রয়োজনীয়তা বুঝে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে।
Posted ০৫:৫৬ | রবিবার, ০৫ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain