| শনিবার, ০৪ মার্চ ২০১৭ | প্রিন্ট
বিনোদন প্রতিবেদকঃ সম্প্রীত ইউটিউবে মুক্তি পেয়েছে চ্যানেল আই লাক্স তারকা সুন্দরী নাদিয়া আফরিন মিম ও দ্বীপ অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমাদের বসন্ত’। ইতিমধ্যেই ব্যাপক শাড়া পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। বিনোদনবাক্স এর ব্যানারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনাকারী করেছেন ফরিদ বাশার শাফিন এবং প্রযোজনা করেছেন আবু সালেক লিমন । ‘আমাদের বসন্ত’ এর কাহিনী লিখেছেন অর্পিতা খান। ১৪ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে একটি গানও রয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন পাভেল আহমেদ ও ফ্লোরিডা রোজারিও সিথী। সংগীত আয়োজন করেছেন অপার ব্যান্ড।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্পর্কে ফরিদ বাশার শাফিন বলেন, ‘আমাদের জীবন খুব সুন্দর। বসন্ত যেমন মরা গাছে ফুল ফোটায়, প্রকৃতি যেমন তার অতীত ভুলে নতুনের গান গায়, আমাদের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ওঠিক তেমনি পুরাতনকে ভুলে নতুনের আহ্বানে সাড়া দেয়ার আমন্ত্রন জানায়।’ লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা-২০১৪ এর সেরার মুকুট মাথায় পড়া নাদিয়া বলেন, ‘ এটি আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। অনেক ভালো লাগা থেকে কাজটি করেছি। দর্শকরা যে আমার কাজটি পছন্দ কেরেছেন, এটাই আমার ভালো লাগা। দোয়া করবেন যাতে আপনাদের আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি’।
গানের লিংক
https://youtu.be/g43VQ0Y8zg8?t=24
Posted ১৭:৪৭ | শনিবার, ০৪ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain