
| শনিবার, ০৪ মার্চ ২০১৭ | প্রিন্ট
বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে তরুণ সমাজকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সে সময়েই বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নতুন করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে। এসময় তিনি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের সজাগ থাকার আহবান জানান।
পরে মন্ত্রী তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তেঁতুলঝোড়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র আব্দুল গণি, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ প্রমুখ।
Posted ০৮:০৬ | শনিবার, ০৪ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain