
| শুক্রবার, ০৩ মার্চ ২০১৭ | প্রিন্ট
ঢাকা প্রিমিয়ার লিগে (ঢিপিএলে) নেই প্লেয়ার বাই চয়েজ পদ্ধতি। এই রীতি উঠে যাওয়ায় ক্রিকেটাররা নিজেদের পারিশ্রমিক বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন। চলতি মৌসুম থেকে প্রিমিয়ার ডিভিশ ক্রিকেট লিগে থাকছে না প্লেয়ার বাই চয়েজের প্রথা।
যার ফলে দেশ সেরা তারকা ক্রিকেটাররা নিজেদের পছন্দের ক্লাবে খেলার পাশাপাশি স্বাধীনতা পাচ্ছেন দরকষাকষি করে নিজেদের পারিশ্রমিক বাড়িয়ে নেয়ার।প্রিমিয়ারের দল-বদলের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, ঘোষণা হয়নি পুলও। তবে বসে নেই অংশগ্রহনকারী দলগুলো।
তারা আগ থেকেই নিজেদের ঘর ঘুচানোর কাজ শুরু করে দিয়েছেন। গুঞ্জন আছে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার বিমান ধরার আগেই পছন্দের ক্রিকেটারকে গোপনে টাকা দিয়ে, নিজেদের ক্লাবের করে নিয়েছেন কেউ কেউ।
প্লেয়ার বাই চয়েজের বাধ্যবাধকতা থাকায়, গতবার তারকা ক্রিকেটাররা যেখানে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন, এবার তার চেয়েও বেশি পাবেন বলে ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, ২০১৪-১৫ মৌসুমে সাকিব-তামিমরা ৫০লাখ টাকা পারিশ্রমিক পেয়ে রেকর্ড গড়েছিলেন। এ্রবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে।
শোনা যাচ্ছে এবার প্রিমিয়ারে সাকিব-তামিমরা ৬০ লাখেরও বেশি পারিশ্রমিক পেতে যাচ্ছেন। অন্তত শীর্ষ পাচ ক্রিকেটার-মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক ও রিয়াদ পঞ্চাশ লাখের ওপরে করে পাচ্ছেন, এটা নিশ্চিত।
Posted ০৯:৪২ | শুক্রবার, ০৩ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain