
| শুক্রবার, ০৩ মার্চ ২০১৭ | প্রিন্ট
দেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ২০১৬ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬-এর সমাপনী আয়োজনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এসব মিনি স্টেডিয়ামে সর ধরণের খেলার সুবিধা থাকবে। দ্রুত তা বাস্তবায়ন করা হবে। তখন আর স্কুল কলেজের মাঠে গিয়ে সবাইকে জড়ো হয়ে আপেক্ষ করতে হবে না।
প্রধানমন্ত্রী আরো বলেন, প্রত্যেক উপজেলায় স্টেডিয়াম হলে দেশের ক্রীড়াঙ্গনে আরো নতুন মুখ উঠে আসবে। যারা বাংলাদেশের সুনাম বিশ্বের বুকে আরো উন্নত করবে। খেলাধুলার বেশি বেশি সুযোগ তৈরি করতে বর্তমান সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করবে।
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশকে এগিয়ে নেয়া। সেই পথেই আমরা উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি। কোনো বাঁধাই দেশের এ অগ্রগতিকে থামিয়ে রাখেতে পারবে না। বাংলাদেশের ছেলে মেয়েরা এখন খেলাধুলায় সমান অবদান রাখছে।
এসময় সমাজের বিত্তবানদের খেলাধুলায় উৎসাহ দেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এইটুকুই চাই খেলাধুলার মধ্যদিয়ে আমাদের ছেলে-মেয়েরা দেশপ্রেমিক হবে, দেশের দিকে আরো নজর দেবে।’
তিনি বলেন, বর্তমান সরকার প্রণোদনা দিচ্ছে বলেই খেলাধুলায় আন্তর্জাতিক অঙ্গনে ভালো করছে বাংলাদেশ। এসময়, জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তবানদের খেলাধুলার উন্নয়নে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সমাপনী এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানুষিক বিকাশে সরকার আন্তরিক বলেই খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, সরকার খেলাধুলাকে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আর সেই লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্রুত তা বাস্তবায়ন করা হবে।
Posted ০৬:৫৬ | শুক্রবার, ০৩ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain