
| বৃহস্পতিবার, ০২ মার্চ ২০১৭ | প্রিন্ট
বসুন্ধরা আবাসিক এলাকায় নিরাপত্তারক্ষীদের পিটুনিতে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এর প্রতিবাদে ওই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে রাজধানীর বসুন্ধরা এলাকায়। এ সময় পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢোকার সময় নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী শাহরিয়ার হাসনাত তপুকে নিরাপত্তা প্রহরীরা বেধড়ক মারধর করে। পরে বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করা হলে পুলিশ এসে নিরাপত্তা প্রহরীদের পক্ষে অবস্থান নেয়।
আহত ওই শিক্ষার্থীকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সকালে শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ জানাতে ভার্সিটির সামনে একটি মিছিল বের করে। মিছিল থেকে শিক্ষার্থীরা আসে পাশের বাড়ি-ঘরে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা ইউনিভার্সিটির প্রবেশ গেটের দরজার কাঁচ ভাংচুর করে। এ সময় পুলিশ ওই মিছিলে টিয়ারশেল নিক্ষেপ করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে আশেপাশের রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। এ অবস্থায় দুপুরেই ইউনিভার্সিটিতে জরুরি বৈঠকের ডাক দিয়েছে ভিসি আতিকুল ইসলাম।
ভাটার থানার ওসি নূরুল মোত্তাকিন জানান, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।
Posted ০৭:২৯ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain