
| বুধবার, ০১ মার্চ ২০১৭ | প্রিন্ট
চলমান শ্রমিক আন্দোলনে একটি রাজনৈতিক দল ফায়দা লুটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন।
প্রতিমন্ত্রী জানান, শ্রমিক অসন্তোষের সঙ্গে মন্ত্রীদের কোনো সম্পর্ক নেই। পরিবহন শ্রমিকরা নিজেরাই এই ধর্মঘট ডেকেছে। তবে এই চলমান এই ধর্মঘটের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। শিগগির এই সমস্যার সমাধান হবে।
সম্প্রতি তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় এক বাসচালকের আজীবন কারাদণ্ড দেয় মানিকগঞ্জের একটি আদালত। এর প্রতিবাদে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় পরিবহন ধর্মঘট শুরু করে শ্রমিকরা। এরই মধ্যে সাভারে এক নারীকে বাসচাপায় নিহতের ঘটনায় আরেক চালককে মৃত্যুদণ্ড দেয় ঢাকার একটি আদালত। দুই চালকের দণ্ডকে কেন্দ্র করে সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন।
দুই দিনের ধর্মঘটে ইতোমধ্যে দেশব্যাপী অচলাবস্থা সৃষ্টি হয়েছে। রাজধানী থেকে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার রাতভর গাবতলীতে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে এক শ্রমিক নিহত হয়েছেন। ইতোমধ্যে সরকারের কয়েকজন মন্ত্রী পরিবহন মালিকদের সঙ্গে বসেছেন। আশা করা হচ্ছে, আজকেই প্রত্যাহার হবে এই ধর্মঘট।
Posted ০৮:২২ | বুধবার, ০১ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain