| মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
বলিউড তারকা রানী মুখার্জি রূপালী পর্দায় নেই অনেকটা সময়জুড়েই। সেই কবে থেকে আসবেন আসবেন করে আর আসা হয়ে উঠছে না। এ নিয়ে নানা মহলের নানা প্রশ্ন। কবে ফিরছেন রানী? কোন ছবিতে অভিনয় করবেন? প্রযোজক কে?
শুধু তাই নয়, রানীর ফেরায় বিলম্ব দেখে অনেকে বলেই বসেছেন রূপালী পর্দায় আর দেখা যাওয়ার সম্ভাবনা নেই। সংসার নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। এসব শোনার পর এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন নায়িকা। সময়মতো জবাব দেবেন। তাই হয়তো দিয়েছেন রানী। সব জল্পনার অবসান ঘটিয়ে মারদানি খ্যাত এ অভিনেত্রী ফিরছেন জশরাজ ফিল্মসের ছবির মাধ্যমেই। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানা গেছে রানীর নতুন ছবির নাম ‘হিচকি’। যার পরিচালনার দায়িত্ব কাঁধে পড়েছে সিদ্ধার্থ পি মালহোত্রার ওপর। ভারতীয় ওই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রানী নিজেই বলেছেন, এতদিন অপেক্ষা করছিলাম একটি ভালো চিত্রনাট্যের। যা নিয়ে পুরনো রানীকে নতুন রূপে দর্শকের সামনে উপস্থাপন করা যাবে। ‘হিচকি’ তেমনই একটি গল্প। পুরো গল্পটি একটি নারীকে কেন্দ্র করে। মূলত এমন একটি চিত্রনাট্য আসবে বলে অপেক্ষায় ছিলাম। লম্বা একটি সময় কেটে গেছে। অনেকের মনে নানান প্রশ্ন জেগেছে আমাকে ঘিরে। এখন সব জল্পনার অবসান ঘটালাম। এক সংগ্রামী মেয়ের বেড়ে উঠা ও নানা চ্যালেঞ্জ নিয়ে তার এগিয়ে যাওয়ার গল্প দেখা যাবে রানীর নতুন এ ছবিতে। এদিকে ২০১৪ সালে বিয়ের পর সংসার ও পরে একমাত্র মেয়ে আধিরাকে নিয়ে ব্যস্ত থাকায় বড় পর্দায় ফিরে আসা হয়নি নায়িকার। এবার তার প্রত্যাবর্তন সত্যিই ঘটতে যাচ্ছে।
জানা গেছে, সব চূড়ান্ত হলেও এখন পর্যন্ত রানীর নায়ক ঠিক হয়নি। তাই শুটিং ঠিক কবে শুরু হচ্ছে সে বিষয়টি এখনই জানা যাচ্ছে না।
Posted ০৯:৪২ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain