বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে হত্যা মামলায় এক ডাকাতের যাবজ্জীবন

  |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

গাজীপুরে হত্যা মামলায় এক ডাকাতের যাবজ্জীবন

1 (1)
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে একটি হত্যা মামলায় ডাকাতদলের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং অপর আট জনকে খালাসের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। ১৯ ফেব্রুয়ারি রবিবার বেলা আড়াইটার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার কাঠালবাড়ি ভোগরা বাজার এলাকার মোঃ মোক্তার হোসেনের ছেলে মোঃ রুবেল শামা (২৬)। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামি পলাতক।

গাজীপুর জজ কোর্টের পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহম্মেদ জানান, ২০১২ সালের ৮ নভেম্বর শ্রীপুর থানার ভাংনাহাটি গ্রামে আব্দুস সোবহানের বাড়িতে আসামিরা ডাকাতি করার উদ্দেশ্যে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ডাকাতরা আব্দুস ছোবহানের ভাতিজা মোস্তফা কামালের গলায় ছোরা ধরলে তার ছেলে চিৎকার শুরু করে। এতে আশ পাশের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার সময় আতংক সৃষ্টি করতে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেলের বিকট শব্দে মোস্তফা কামাল হার্ট অ্যাটাকে মারা যান।

এসময় ডাকাতদের হামলায় আব্দুস সোবহানের বড় ভাই সিদ্দিকুর রহমান আহত হয়। এ ঘটনায় শ্রীপুর থানায় নিহতের চাচা মোঃ আবদুস সোবাহান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৩ সালে ১৯ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর মডেল থানা এসআই অচিন্ত দেবনাথ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৫ সালে ১৫ সেপ্টেম্বর পেনাল কোডের ৩৯৬ ধারায় আদালতে এ মামলার অভিযোগ পত্র গঠন করে মোট ১০জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে রবিবার আদালত এই রায় দেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মোঃ শরিফুল আলম।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৬ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com