| রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
আমি একটি খবর সবার সাথে শেয়ার করতে চাই, গত ১৯ জানুয়ারি ২০১৭ দুর্ভাগ্যক্রমে আমার এবং রেহানের সমঝোতামূলক বিবাহ বিচ্ছেদ হয়। আসলে মানুষের পারস্পরিক সম্পর্কে টানাপোড়নের ঘটনা নতুন কিছু নয়। আমাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয়।
বিগত ৫ বছরে আমরা একে অপরকে জানার সময় পাই। ক্রমে বুঝতে পারি যে আমাদের লাইফস্টাইল ভিন্ন। তাই এক পর্যায়ে আমরা দুজনেই এটা উপলব্ধি করি যে, আলাদা হয়ে যাওয়াটাই আমাদের শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য সবচাইতে উত্তম সমাধান।
আমাদের একটি পুত্র সন্তান আছে যার নাম আলীম ওয়াহিদ এবং অবশ্যই তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর মানসিক বিকাশের কথা সর্বাধিক গুরুত্ব সহকারে বিবেচনা করে আমি সবসময় চাইবো আমার ও রেহানের মধ্যে সবসময় একটি পারস্পরিক সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।
আমি সবাইকে বিনীত অনুরোধ করবো এই বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করার জন্য। কারণ দুঃখজনক হলেও মানুষের জীবনে এরকম ঘটনা ঘটতেই পারে। সেই সাথে আমি সবাইকে এটাও বিনীত অনুরোধ করবো, এই ঘটনাকে কেন্দ্র করে কোনো অতিরঞ্জিত ও মুখরোচক সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার জন্য।
সবাইকে ধন্যবাদ।
(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
Posted ১০:০৪ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain