| বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঠোঁটকাটা বলে বরাবরই তাঁর নাম রয়েছে। নিন্দুকেরা যদিও তাকে বদনাম বলেন। তবুও সে অভ্যেস থেকে পিছু হটেন না কঙ্গনা রানাউত। আর তাই ভ্যালেন্টাইনস্ ডেতে তিনি খোলামেলা ‘লভ লাইফ’ নিয়ে।
সম্প্রতি হৃতিক রোশনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যথেষ্ট তিক্ততা তৈরি হয়েছিল। জল গড়ায় আদালত পর্যন্ত। সে সব এখন অতীত। কঙ্গনা স্পষ্ট বললেন, আমি একটা রিলেশনশিপে রয়েছি। এ বছরই বিয়ে করতে চাই। আশা করছি সেটা সম্ভব হবে। আর ব্রেকআপ কী ভাবে সামলান নায়িকা? তাঁর কথায়, সম্পর্ক ভেঙে গেলে সামলাতে আমার দিন সাতেক সময় লাগে। সেটা যত দিনের রিলেশনই হোক না কেন, সাতদিনের মধ্যে আমি তা থেকে বেরিয়ে আসতে পারি। আর একবার কোনও সম্পর্ক থেকে বেরিয়ে এলে আর কখনও ফিরে যাই না।
কিন্তু আমার প্রাক্তন বয়ফ্রেন্ডরা কিন্তু সকলে আমার কাছে ফিরে আসকে চেয়েছে। এটাও কিন্তু একটা রেকর্ড।
Posted ১০:৪২ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain