| মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
“সবাই তো প্রেম নিয়ে গল্প বানায়। হয়তো বিষাদ দেখায়, হয়তো দেখায় মিলন। কিন্তু আমাদের এই গল্পটিতে প্রেমের মাধ্যমে দেখানো চিরোচেনা কিছু সময় দেখানো ছাড়াও রয়েছে স্পেশাল একটি ম্যাসেজ। যা যে কোন মানুষকে যোগাবে অনুপ্রেরনা। আর তাই তো গল্পটি শোনার সাথে সাথে ভালো লেগে যায় এবং পরিচালক বোরহান খানকে বলি চলেন শুরু করি। যেতে হবে বহু দূর।” এভাবেই নিজের মনের কথা গুলো ব্যাক্ত করেন যেতে হবে বহুদুর শর্ট ফিল্ম এর একজন মূল চরিত্র এসময়ের বড় পর্দায় নিয়মিত কাজ করে যাওয়া ফারুখ হোসেন মজুমদার।
এ গল্পের মুল আকর্ষন হিসেবে আছেন বড় পর্দা ও ছোট পর্দায় সমান ভাবে জনপ্রিয় মিষ্টি একটি পরিচিত মুখ মৌসুমী হামিদ। এবং তার সাথে জুটি বেধে প্রথম অভিনয় করছেন জাতীয় দলের একজন খেলোয়াড় সুদর্শন আল জাবির। প্রথম দিনেই সে নাকি বাজিমাত করেছে তার অভিনয় দিয়ে এমনটাই বলছিলেন মৌসুমি হামিদ। তবে প্রথম দিকে বেশ নার্ভাস ছিলেন। মৌসুমি হামিদ বলেন, “আমাদের রোমান্টিক একটা দৃশ্যে শট নেয়ার সময় তো বেচারার একেবারে কান লাল হয়ে গিয়েছিলো।(মুচকি হেসে বলেন মৌসুমি।)” এ সময় উপস্থিত সবাই হেসে ওঠেন একসাথে। আল জাবিরের মতে গল্পের ম্যাসেজটা তার হৃদয়কে নাড়া দিয়ে যাওয়ায় তিনি খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পেরেছেন অভিনয়ের সাথে।
সর্ব শেষে আল জাবির বলেন, “আমি মাত্র শুরু করেছি। চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। বন্ধু বোরহানও অনেক সময় দিয়েছে ভালোটা বের করার জন্য। আর কো-আর্টিষ্ট হিসেবে মৌসুমি আসলেই অসাধারন। এখন বাকিটা দর্শকের কাছে। কারন, যেতে হবে বহুদূর।
Posted ১৫:০২ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain