| মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
বিনোদন প্রতিবেদক : ভালবাসা দিবসে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ব্যানারে ইউটিউবে প্রকাশ পেলো নারায়ণগঞ্জের প্রতিভাবান ২ সংগীতশিল্পী রবি কিরণ ও বৃষ্টি’র মিউজিক্যাল ফিল্ম ‘বোবা মন’ ।
উদীয়মান এই তরুন সংগীত শিল্পীদ্বয়ের “বোবা মন” গানটি ইতিমধ্যে জয় করে নিয়েছে অসংখ্য ভক্তদের মন। এ বছরের ভালবাসা দিবসকে সামনে রেখে তৈরী করা হয়েছে বোবা মন গানটি। গানটির গীতিকার সূর্য আহমেদ, সুর করেছেন কণ্ঠশিল্পী রবি কিরণ, মিউজিক করেছেন শাওন খান। দৈতকন্ঠে গানটি গেয়েছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান ও প্রতিভাবান কণ্ঠশিল্পী রবি কিরণ ও বাংলাদেশ আইডলের কণ্ঠশিল্পী বৃষ্টি। বোবা মন গানটি সিডি চয়েজের ব্যানারে রাত ৮টায় অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। গত দুই দিনে গানটির ইউটিউব ভিউয়ার প্রায় লক্ষ খানেক। পুরো গানের পরিচালনা করেছেন সূর্য আহমেদ, মিউজিক কম্পেজিশন করেছেন তরুণ সংগীত পরিচালক শাওন খান।গানের কথা, সুর ও চিত্রায়নের জনপ্রিয়তা ইতিমধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। কণ্ঠশিল্পী রবি কিরণ তার ভক্ত ও শুভাকাঙ্খিদের ভালবাসা ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আবেগে আপ্লুত। খুব অল্প সময়ে মানুষের এত ভালবাসা আমাকে ভবিষৎতে আরো ভাল কিছু করা অনুপ্রেরণা দিয়েছে। আপনাদের দোয়া থাকলে আমি আগামী দিনে আরো এগিয়ে যেতে পারবো।
https://youtu.be/gGwReir9h2g
Posted ০৮:৩৫ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain