| বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
আসছে ২৫শে ফেব্রুয়ারি ভারতের মুম্বইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলা ফিল্মফেয়ার পুরস্কারের এবারের আসর। সেরা নায়ক, নায়িকা, পরিচালক, ছবি, সংগীত, গায়ক, গায়িকা, গীতিকারসহ চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে দেয়া হবে এই পুরস্কার। এবার বাংলাদেশের অভিনেত্রী কুসুম শিকদারের ‘শঙ্খচিল’ ছবিটি এ পুরস্কারের জন্য লড়াই করছে। গৌতম ঘোষের পরিচালনায় এ ছবিতে কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। কুসুম শিকদার মানবজমিনকে বলেন, ভোটের লড়াইয়ে রয়েছে আমার অভিনীত ছবি ‘শঙ্খচিল’।
এটা জেনে আমি ভীষণ আনন্দিত। ভারতের সম্মানজনক পুরস্কারের মধ্যে এটি অন্যতম। বাংলাদেশ ও বাংলা ভাষাভাষীরাই এখন ভোট দিয়ে আমাদের জয়ী করতে পারেন। সবার কাছে ভোট চাওয়া থাকবে। বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১৭-এ বাংলাদেশের নায়ক-নায়িকাদের মধ্যে এবার মনোনয়ন লড়াইয়ে আরো আছেন শাকিব খান, জয়া আহসান, আরিফিন শুভ, নুসরাত ফারিয়াসহ আরো কয়েকজন। বাংলাদেশের নায়ক-নায়িকারা যেসব ছবির জন্য মনোনয়ন লড়াইয়ে আছেন, সেগুলো হচ্ছে শাকিব খানের ‘শিকারি’, জয়া আহসানের ‘ঈগলের চোখ’, আরিফিন শুভর ‘নিয়তি’, কুসুম সিকদারের ‘শঙ্খচিল’ ও নুসরাত ফারিয়ার ‘হিরো ৪২০’। এই অ্যাওয়ার্ডে নিজের পছন্দের তারকাকে জয়ী করতে ভোট প্রদান করতে পারবেন ভক্তরা। দেশীয় তারকাদের ভোট দিতে এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম এবং ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে ভোট প্রদান করা যাবে। উল্লেখ্য, কিছুদিন আগে সেরা বাংলা ছবি হিসেবে ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শঙ্খচিল’। দেশভাগ, স্বজন হারানোর যন্ত্রণা, দেশান্তরসহ নানা বিষয় ছিল ‘শঙ্খচিল’ ছবির বিষয়বস্তু। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র। ছবিতে প্রসেনজিত, কুসুম শিকদার ছাড়াও অভিনয় করেছেন সাঝবাতি, উষশী চক্রবর্তী, অরিন্দম শীল, অনুম রহমান খান, দীপংকর দে, প্রিয়াংশু চট্টোপাধ্যায় প্রমুখ।
Posted ০৯:২৪ | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain