| শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মো: মেহেদী হাসান, পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন, নাটোর জেলার বাগাতিপাড়া থানার জামনগর মন্ডলপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে এনামুল হক (৩০)।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বানেশ্বর পূর্বপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোজাম্মেল হক অভিযান চালিয়ে এনামুলের কাছে থাকা ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি তদন্ত রাকিবুল হাসান ।
এছাড়াও মাদকসেবনের দায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। দন্ডপ্রাপ্ত হলেন, উপজেলার গোপালহাটি গ্রামের শ্রী সন্ডু দাসের ছেলে গোবিন্দ (৩৮)। তাকেও শনিবার কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান। #
Posted ১১:৫১ | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin