| বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার গভীর রাতে ২ কেজি গাঁজা উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মো. রাসেদুল আলম জানান, মঙ্গলবার গভীর রাতে বাজারে টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই খাইরুল সঙ্গীয় ফোর্স নিয়ে বারইখালী স্টিল ব্রিজ এলাকায় শরণকোলাগামী একটি যাত্রীবাহী মটর সাইকেল থামিয়ে যাত্রীর সাথে থাকা ব্যাগ তল্লাসী করে ২ কেজি গাঁজা উদ্ধার করেন। এসময় পুলিশ যাত্রীবেশী মাদক ব্যবসায়ী শাহীন খান ওরফে কালু(৩০)ও মটর সাইকেলের চালক রিপন চেীকিদার ২ে৩)কে তার মটর সাইকেলটিসহ আটক করে।
আটক মাদক ব্যাবসায়ী শাহীন খান ওরফে কালু যশোর কোতওয়ালী থানার কচুয়া গ্রামের আ. কাদের খানের ছেলে ও রিপন মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী গ্রামের নিকাড়ীপাড়ার বাদশা চৌকিদারের ছেলে। মাদক ব্যাবসায়ী শাহীন খান ঢাকা থেকে শরণখোলাগামী যাত্রীবাহী ফালগুনী পরিবহনে বারইখালী স্টিল ব্রিজ এলাকায় নেমে মাদকের চালানটি নিয়ে মটরসাইকেল যোগে শরণখোলার আমড়াগাছিয়া বাজার এলাকায় যাচ্ছিল। এদিকে কেজি গাঁজাসহ ২ যুবককে আটক অভিযানে নেতৃত্বদানকারী এএসআই খাইরুলকে ফুল ও টাকার মালা পড়িয়ে অভ্যার্থনা জানান থানা অফিসার ইনচার্জ মো. রাসেদুল আলমসহ অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ।
Posted ২৩:৩৮ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin