| সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
বিনোদন প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা’কে নিয়ে গান করলেন তরুণ সংগীত শিল্পী আশিক আল-আমীন। “ধন্য পিতার ধন্য মেয়ে” শিরোনামের গানটি লিখেছেন মেধাবী গীতিকার শাহ্ নিজাম। সুর করেছেন শিল্পী নিজেই এবং সংগীত করেছেন এ প্রজন্মের সংগীত পরিচালক আহম্মেদ সোহেল। সম্প্রতি আহম্মেদ সোহেলের মগবাজারস্ত নিজস্য ষ্টুডিওতে গানটি রেকর্ড হয়। গানটির মুখ ধন্য পিতার ধন্য মেয়ে ধন্য তোমারই জন্য হে/ধন্য ধন্য জাতি ধন্য তোমারই জন্য। ইতিমধ্যে গানটি ইউটিউব চ্যানেল bd tv তে প্রকাশ করা হয়েছে।
এ প্রসঙ্গে গীতিকার শাহ্ নিজাম বলেন, ”আমাদের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা অপরিসীম এবং সেই সাথে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছেন। তাঁর প্রতি সম্মান ও ভালোবাসা থেকে কাজটি করেছি।
আশিক বলেন, ছোটবেলা থেকে শুনেছি বঙ্গবন্ধু ছিলেন বাংলার মহা নায়ক। যার নেতৃত্বে বাংলাদেশ নামক একটি ভূ-খন্ডের সৃষ্টি।বড় হতে হতে তাঁদের কাছে বঙ্গবন্ধুর অনেক গল্প শুনেছি। যা আমাকে অনেক উদ্বুদ্ধ করেছে। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা আপামর জনসাধারণেরর জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন। আর তাই বন্ধবন্ধুর কন্যা জনগনের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে গানটি না করে থাকতে পারিনি। কাজটি করতে আমাকে সবচাইতে যে বেশী উৎসাহ এবং সহযোগীতা করেছেন তিনি হলেন, আমার অনেক শ্রদ্ধাভাজন বড় ভাই গানটির গীতিকার শাহ্ নিজাম ।তার প্রতি অনেক কৃতজ্ঞতা।
Posted ১৮:২৬ | সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain