
| বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ভূমিকম্পের পর তুষার ধসে ইতালির একটি হোটেলে বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। খবর বিবিসির।
ইতালির আবরুজ্জো অঞ্চলের গ্রান সাসো পবর্তমালার কাছে ওই হোটেলটিতে পৌঁছানোর জন্য রাতভর উদ্ধারকারীরা চেষ্টা করেছেন বলে জানা গেছে। তুষারে রাস্তাঘাট ঢাকা পড়েছে।
বৃহস্পতিবার ইতালির আলপাইন টিমের প্রধান অন্তোনিও ক্রোসেত্তা বলেছেন, হোটেলটির বহু মানুষের মৃত্যু হয়েছে।
তুষার থেকে একজনের মৃতদেহ ও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুষার ধসের সময় রিগোপিয়ানো নামের ওই হোটেলটিতে ৩০ জনেরও মতো মানুষ ছিলেন বলে জানিয়েছেন তিনি।
হোটেলটির ছাদ আংশিক ধসে পড়েছে। নিকটবর্তী ফারিনদোলা এলাকার লোকজন জরুরি বিভাগকে খবর দেয়। কিন্তু তুষার ঝড় ও তুষার ধসে হোটেলটিতে যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি কঠিন হয়ে পড়ে।
ইতালীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টায় উদ্ধারকারীদের প্রথম দলটি স্কি করে হোটেলটিতে পৌঁছতে সক্ষম হয়।
উদ্ধারকারীরা জানিয়েছেন, তুষার ধসের আঘাতের সময় রিগোপিয়ানো হোটেলে অন্তত ২০ জন পর্যটক ও সাতজন কর্মী ছিলেন।
ইতালির মধ্যাঞ্চলের এই এলাকাটিতে বুধবার পরপর চারটি ভূমিকম্প হয়। রাতে আরও ভূমিকম্প হয়েছে বলে খবর পাওয়া গেছে।
২৪ অগাস্ট এই এলাকায় বড় ধরনের এক ভূমিকম্পে ২৯৮ জন নিহত হয়েছিলেন। ঠান্ডা আবহাওয়া ও তুষার ঝড়ের কবলে পড়ে প্রায়ই এই এলাকাটি।
Posted ১০:৫৪ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain