| বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দু’টি ক্লিনিক ও একটি বেকারীতে অভিযান চালিয়ে ১লক্ষ ১০হাজার টাকা জরিমানা ও একজন ডিগ্রীবিহীন কথিত চিকিৎসককে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে বাগেরহাট জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজিম উদ্দিন মোরেলগঞ্জ সদর পৌর বাজারে অভিযান চালিয়ে রহিমা মেমোরিয়াল হাসপাতালকে ৪০হাজার টাকা ও রাইসা ক্লিনিককে ৫০হাজার টাকা জরিমানা করেন।
স্বাস্থ্য সেবার নামে প্রতারণা, দক্ষ নার্স, প্যাথলজিষ্ট ও ডাক্তার না থাকায় এ অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় রহিমা মেমোরিয়াল হাসপাতালে কর্তব্যরত কথিত চিকিৎসক মো. আবুল কালাম(৫০)কে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। কালিকাবাড়ি গ্রামের মানিক গাজীর ছেলে কথিত চিকিৎসক এই আবুল কালামের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন জানান।
এ ছাড়াও অসাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর দায়ে মোরেলগঞ্জ বেকারীকে ২০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানের খবর পেয়ে শহরের সকল ওষুধের দোকান, বেকারী ও খাবার হোটেল রেষ্টুরেন্ট বন্ধ হয়ে যায়। এতে কয়েক ঘন্টার জন্য শহরে অনেকটা হরতালের রূপ দেখা যায়।
Posted ১২:০০ | বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin