
| মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শরীর চেকআপ করাতে সিঙ্গাপুর গেছেন।
সোমবার রাত সাড়ে ১০টায় তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি এবং প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আখতার।
সিঙ্গাপুর যাওয়ার আগে মেজর (অব.) খালেদ আখতার জানান, স্যারের শরীর চেকআপ করার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন। কবে দেশে আসবেন জানতে চাইলে তিনি জানান, আসার তারিখ এখনো নির্ধারিত হয়নি।
বিমানবন্দরে জাপা চেয়ারম্যানকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতি, মীর আব্দুস সবুর আসুদ, রত্না আমিন হাওলাদার এমপি, উপদেষ্টা মো. নোমান এমপি, ব্যারিস্টার দিলারা বেগম, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, নুরুল ইসলাম মিলন এমপি, আলতাফ হোসেন এমপি, বাহাউদ্দিন বাবুল, যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এমপি, আমির হোসেন ভূঁইয়া এমপি, জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান প্রমুখ।
Posted ০৯:২৬ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain