
| মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
দেশের ১৬তম সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, সাবেক প্রধান বিচারপতি মরহুম এম এম রুহুল আমিন আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে তার বিচারিক জীবনে নিরলসভাবে কাজ করে গেছেন। দেশের একজন ন্যায়পরায়ণ বিচারক হিসেবে তার খ্যাতি দেশবাসীর মনে চিরজাগরুক থাকবে। তার মতো একজন বিচক্ষণ বিচারকের পৃথিবী থেকে চিরবিদায় জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার দিবাগত রাতে সিঙ্গাপুরে মাউন্ট এলিজেবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
Posted ০৯:২৩ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain