
| রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
রোববার বেলা ১১টায় টঙ্গীর তুরাগ তীরে ৫২তম ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ৩৫ মিনিটের মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভি।
মোনাজাত শুরুর আগেই রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে যান। সেখানে মেঝেতে বসে পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন তিনি।
গত শুক্রবার শুরু হয় তাবলিগ জামায়াতের সর্ববৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ঢাকাসহ ১৭ জেলার কয়েক লাখ মুসল্লি এতে অংশ নেয়। এছাড়া বিশ্বের বেশ কয়েকটি দেশের কয়েক হাজার মুসল্লিও আসে এবারের ইজতেমায়।
চার দিন বিরতির পর আগামী ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। শেষ হবে ২২ জানুয়ারি। এতে ১৬ জেলার মানুষ অংশ নেবে।
Posted ১৪:২২ | রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain