
| শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে দেশের সাধারণ মানুষের সঙ্গে বিএনপির কর্মীরাও খুশি হয়েছেন। শুধু ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখা নেতারা খুশি হননি।
শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডি রাসেল স্কয়ারে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে আয়োজিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ভাষণে উন্নয়ন, অর্জন, নির্বাচন কমিশন এবং আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত কথা বলেছেন। ২০৪১ সালের ভিশনকে সামনে রেখেই বিস্তারিত বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা। এ ভাষণে সারা দেশের মানুষ খুশি।
তিনি আরও বলেন, সংকট আছে বিএনপি নেতাদের মাঝে। দেশে কোনো সংকট নেই। সবকিছু হবে সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে আওয়ামী লীগ যাবে না। এ বিষয়ে সংকট নেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সূজিত রায় নন্দি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
Posted ০৯:৩০ | শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain