
| শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
দেশের উত্তরাঞ্চলসহ কয়েক জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
শুক্রবার দেশের সর্বনিম্ন ৫.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।
এতে বলা হয়, রাজারহাট ছাড়া ডিমলা ৫. ৬, দিনাজপুর ৬.৫, সৈয়দপুর ৬.৬, রংপুর ৬.৮ ও তেতুলিয়া ও ঈশ্বরদীতে ৭.৪ তাপমাত্রা রেকর্ড করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নীলফামারী ও কুড়িগ্রাম অঞ্চলের উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া উত্তরাঞ্চলে অবশিষ্ট জেলাসহ মাদারীপুর, টাঙ্গাইল, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, শ্রীমঙ্গল ও কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের এ পরিস্থিতি অব্যাহত থাকতে ও বিস্তার লাভ করতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পরতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, আন্দামান সাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
Posted ০৯:০৫ | শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain