
| শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
টঙ্গীর তুরাগতীরে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে যোগ দিয়েছে লাখো মুসল্লি।
আগামী রোববার আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। শুক্রবার ইজতেমা ময়দানে জুমার নামাজ হবে। নামাজের আগে হেদায়েতি বয়ান করা হবে। আগামী ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বে আরও ১৫ জেলার মুসল্লি অংশ নেবেন। আগামী বছর বাকি ৩২ জেলার মুসল্লি তুরাগতীরে সমবেত হবেন। এবারই প্রথম ইজতেমা ময়দানের চারপাশ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে।
নিরাপত্তায় মোতায়ন আছে র্যাব-পুলিশের ১২ হাজার সদস্য।
Posted ০৮:৫৮ | শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain