
| বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
বিশ্ব ইজতেমা উপলক্ষে সবার সুখী জীবন কামনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির জন্য বিশ্ব ইজতেমায় বাংলাদেশসহ সারাবিশ্ব থেকে লাখো মানুষের সমাগম ঘটে। মহান আল্লাহর নামে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। মুমিন-মুসলমানদের এই ঐতিহাসিক জমায়েত উপলক্ষে আমি আল্লাহর দরবারে দোয়া করছি- বিশ্বের সকল মানুষ যেন সংঘাত ও হানাহানি থেকে মুক্ত হয়ে সুখী ও আনন্দময় জীবন-যাপন করতে পারেন।
বৃহস্পতিবার বিশ্ব ইজতেমা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কল্যাণ কামনা করেন।
খালেদা জিয়া বলেন, সারাবিশ্বে অন্যান্য জাতি-গোষ্ঠী ধর্মসম্প্রদায় এবং বিশেষভাবে মুসলমানদের ওপর অবর্ণনীয় জুলুম-নির্যাতন চলছে। তিনি বলেন, বিশ্বে নারী-শিশুসহ মুসলিম সম্প্রদায়ের অগনিত মানুষকে হত্যা ও পুড়িয়ে মারা হচ্ছে। সম্প্রতি রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন, বাড়ি-ঘর থেকে উচ্ছেদ এক বিভৎস্য আকার ধারণ করেছে। রোহিঙ্গাদের জানমালের নিরাপত্তা ও তারা যেন নিজগৃহে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য আমি মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করছি।
অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমার সার্বিক সাফল্য কামনা করেন।
Posted ০৯:৪০ | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্যালেন্ডার
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |